সিরাজগঞ্জে জঙ্গি সন্দেহে ৪ ব্যক্তি আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০ ২১:০৫; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৮:০১
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জঙ্গি সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতদের নাম ও পরিচয় এখনো জানা যায় নি।
জঙ্গি সন্দেহে শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার পৌর এলাকার শেরখালীর উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে ভোর ৫টার দিকে অভিযান চালায় র্যাব-১২। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়িটির ভেতর থেকে গুলিবর্ষণ করা হয়। পরে র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় অভিযানে ওই বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
তবে দুপক্ষের গোলাগুলিতে হতাহতের কোনো খরব পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সম্প্রতি রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আবদুল্লাহ নামে এক ব্যক্তি ওই বাড়িটিতে ভাড়া থাকেন। প্রায় আড়াই মাস আগে তিনি বাড়িটি ভাড়ায় নিয়ে বসবাস শুরু করেন।
সর্বশেষ পাওয়া তথ্য মতে, ঢাকা থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
এসএইচ

আপনার মূল্যবান মতামত দিন: