কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৫৪; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১২:৪০
                                কুমিল্লার বুড়িচং উপজেলায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন আরো দুজন।
মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো এক যাত্রী নিহত হয়েছেন।
তিনি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ গিয়ে আইনি প্রক্রিয়া শেষ করবে।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: