নওগাঁর তিন প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১৮:৪৮; আপডেট: ১১ জুলাই ২০২৫ ২২:৩১

- ছবি - ইন্টারনেট

এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষয় নওগাঁর মহাদেবপুর উপজেলার দুইটি ও আত্রাই উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোনো পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। এতে বন্ধ হতে পারে এই প্রতিষ্ঠানগুলোর এমপিও।

নওগাঁ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেলার ১১ টি উপজেলা থেকে মোট ৫ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করে মোট ৩ হাজার ৭৫১ জন আর ফেল করেছে ১ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থী।

এরমধ্যে মহাদেবপুর উপজেলার সোনাকুড়ি মালাহার ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জন পরীক্ষার্থী সবাই ফেল করে, একই উপজেলার সফাপুর আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৬ জন পরীক্ষার্থী তাদের মধ্যে কেউ পাশ করেনি।

এছাড়াও জেলার আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা (নন এমপিওভুক্ত) থেকে পরীক্ষায় অংশ নেন ২ জন পরীক্ষার্থী। তারা দুইজনই ফেল করেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top