ধামইরহাটে ৬ হাজার ৭৮৪ জনের মাঝে ফলজ চারা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ১৮:১৫; আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২২:১৩

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাট উপজেলায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ৬ হাজার ৭৮৪ জন উপকারভোগী শিশু শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এসব গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।

এসময় ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট এরিয়া ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, সাংবাদিক মালেক সরদার, আবু মুছা স্বপন, মুমিনুল ইসলাম, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন এরিয়া ম্যানেজার ম্যানুয়েল হাসদা জানান, ওয়ার্ল্ড ভিশনের নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ৬ হাজার ৭৮৪ জন শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ৬শত ৩৮টি ফলজ গাছের চারা বিতরণ করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে শিশু সহ সকলের পরিবেশ সংরক্ষণ, পুষ্টি চাহিদা পূরণ এবং আগামীতে আর্থিক স্বর্নিভরতার লক্ষ নিয়ে তাদেরকে বৃক্ষ রোপণে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও স্থানীয় জনগণ, শিশু, যুবসমাজ ও গ্রামবাসীদের অংশগ্রহণে আরো ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top