হাসপাতালে আমীরে জামায়াত

সব ধরনের সহযোগিতার আশ্বাস

রাজ টাইমস | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৬:৩৯; আপডেট: ২১ জুলাই ২০২৫ ২৩:২৫

সংগৃহিত

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হাসপাতাল পরিদর্শন করেছেন এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ সময় দলের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার জন্য আশ্বাস প্রদান করেন।

নায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

আহতদের দ্রুত আরোগ্য কামনা বলেন, সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদানের আহ্বান জানান। বলেন, দলের পক্ষ থেকে টাকা লাগলে টাকা, ওষুধ লাগলে ওষুধ দেয়া হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top