পাইলট তৌকিরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১৯:২৮; আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৯:২৯

নিহত পাইলট তৌকির ইসলামের জানাজায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ।

রাজশাহী সপুরা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া জানাজায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ পুলিশ, সেনা, বিমান বাহিনীর কর্মকর্তারাসহ আত্মীয়-স্বজন এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top