ধামইরহাটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮; আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪

নওগাঁর ধামইরহাটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, 'নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত নওগাঁ গড়ি' প্রতিপাদ্য নিয়ে আজকে পর থেকে প্রতিমাসে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। পাশাপাশি তিনি নিজনিজ বসত বাড়ির চারপাশ পরিস্কার রাখার আহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: