ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগীতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস (ওপেন মার্কেট সেল) নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতি উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, জেলা মহিলাদল নেত্রী বেলী খাতুন প্রমুখ।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার জানান, মোট ১৯ জন ওএমএস ডিলার নিয়োগ এর জন্য আবেদন করেন। তারমধ্যে একজনের কাগজপত্র সঠিক না থাকায় তাকে যাচাই-বাছাই শেষে বাতিল করা হয় এবং একজন স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। মোট ৬টি পয়েন্টে ১৭ জন আবেদনকারীদের মধ্যে ৬জনকে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top