ধামইরহাটে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শান্তি পদযাত্রা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৯

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষ্যে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ধামইরহাট থানার সামনে থেকে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)'র আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, শ্রমীকদল নেতা ইব্রাহিম হোসেন, ব্যবসায়ি আবদুল হাই দুলাল, হিন্দু বৌদ্ধ পরিষদের নেতা রামজনম রবিদাস, জান্নাতুল ফেরদৌস কবিতা প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: