ধামইরহাটে স্বাস্থ্যসেবা উন্নয়ন,শিশু সুরক্ষা ও শিশুশ্রম বন্ধের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের সহায়তা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্যসেবা উন্নয়ন,শিশু সুরক্ষা ও শিশুশ্রম বন্ধের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় উপজেলা হলরুমে স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিশু সুরক্ষা ও শিশুশ্রম বন্ধের লক্ষ্যে শিশুশ্রমের সাথে জড়িত ১৭ জন শিশুর পরিবারকে শর্ত সাপেক্ষে প্রত্যেককে ১০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা এবং ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সমগ্রী ও ৯ টি কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন, ডায়াবেটক পরিমাপ যন্ত্র ও কিছু চেয়ার বিতরণ করা হয়ছে।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহারিয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ধামইরহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিষ কুমার সরকার,ধামইরহাট পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার ড্যানিশ তপ্ন,শারমিন আখতার সুরভি, রোজালিনা কুড়াইয়া মিতু প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: