পত্নীতলা সেনা ক্যাম্পের আয়োজনে দুর্গাপূজার নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭

- ছবি - ইন্টারনেট

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে পত্নীতলায় নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ এর আয়োজনে গতকাল সকাল ১১টায় পত্নীতলা ডাকবাংলো অডিটোরিয়ামে নিরাপত্তা মিটিং অনুষ্ঠিত হয়।

এ মিটিংয়ে ধামইরহাট, পত্নীতলা, সাপাহার ও পোরশা এই ৪টি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, পত্নীতলা ১৪ব্যাটালিয়ানের বিজিবি প্রতিনিধি, ৪টি উপজেলার ওসি, ইউপি চেয়ারম্যান, আনসার ভিডিপি কর্মকর্তা,ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিটিংয়ে সেনা ক্যাম্পের কমান্ডার এ কে এম ফজলে করিম শুভ এর সভাপতিত্তে বক্তব্য প্রদান করেন পত্নিতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের এডি হাচানুর রহমান, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, পোরশা থানার ওসি মিন্টু রহমান,সপাহার থানার ওসি আঃ আজিজ, পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান, ধামইরহাট পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল, পোরশা পূজা কমিটির সভাপতি তপন কুমার, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম, এ, মালেক এবং সকল উপজেলার চেয়ারম্যানদের মধ্য থেকে একজন করে, ইমাম মধ্য থেকে, পূজা উদযাপন কমিটির ১জন করে, আনসার ভিডিপি সহ সকল ষ্টেক হোল্ডারদের মধ্য হতে  সার্বিক নিরাপত্তা বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সভায় সকল পূজামন্ডপের নিরাপত্তা ব্যাবস্থায় সন্তোষ প্রকাশ করেন বক্তাগন। এবং পূজা কমিটির নিজ দায়ীত্তে পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়। সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এ কে এম ফজলে করিম শুভ বলেন, "যে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।" 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top