ধামইরহাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ১৩:২০; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৭:৩৪
নওগাঁর ধামইরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়–এই এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় নূর আলম রাজের সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রথমে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জাম সরদার, উপজেলা জনপ্রশাসন কর্মকর্তা মিলন কুমার,কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ সহ বিভিন্ন সমবায় সমতির সদস্যগণ।
শেষাংশে চারাগাছ বিতরণ এবং দুইটি সমিতির মাঝে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়। উপজেলার মঙ্গল খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষ থেকে একটি খাল প্রদর্শন এবং স্থানীয় একটি আদিবাসী নৃত্য দল তাদের নৃত্য প্রদর্শনীর মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়

আপনার মূল্যবান মতামত দিন: