চাঞ্চল্যকর ধ’র্ষ’ণ মামলার মূলহোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ১৭:১৪; আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৭:১৪
রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করা এক প্রতিবন্ধী কিশোরীর ধর্ষণ মামলার মূলহোতা আজিজুল মোল্লা (৪৮) কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী নারী। ভিকটিমের বাবা-মা ও ভাই ঢাকায় থাকেন এবং তিনি তার দাদি আনোয়ারা বেগমের সঙ্গে পুঠিয়ার দমদমা গ্রামে থাকেন। আসামি আজিজুল মোল্লা (২৮) ভিকটিমের চাচা।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে ভিকটিমের দাদী বাড়িতে না থাকায় আসামি ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আসামি ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে বিভিন্ন সময় ও তারিখে আসামি পুনরায় একই ঘটনায় ভিকটিমকে ধর্ষণ করে।
ঘটনার তথ্য ভিকটিমের দাদী জানতে পারলে বিষয়টি ভিকটিমের বাবা-মাকে জানানো হয়। এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ভিকটিমের মাতা বাদী হয়ে ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে পুঠিয়া থানায় মামলা (মামলা নং-২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০ এর ৯(১)) দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পুলিশ ও র্যাব ঘটনার তদন্ত শুরু করলে, গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাত ৭:২০ মিনিটে সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-২, র্যাব-১, উত্তরা ঢাকা যৌথ অভিযানে আসামি আজিজুল মোল্লাকে গ্রেফতার করে। অভিযানটি পরিচালনা করা হয় জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে। গ্রেপ্তারকৃত আসামি ধৃত মামলার সত্যতা স্বীকার করে।

আপনার মূল্যবান মতামত দিন: