পবায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
পবা প্রতিনিধি: | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৭; আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪
আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
সকাল সাড়ে ৯টায় সচেতনতামূলক মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক–সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরাফাত আমান আজিজ বলেনঃ দুর্নীতি শুধু রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সামাজিক ন্যায়বিচারকেও ক্ষতিগ্রস্ত করে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপরও গুরুত্ব দেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেনঃ বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সহ-সভাপতি শেখ দিল মোহাম্মদ, সাদিকুল ইসলাম, রহিমা বেগম, রেহেনা বেগম, ওমর ফারুক আহছান, মহরম আলী খান ও জাহিদ হাসান। বক্তারা দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে- এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম এর সঞ্চালনায় বক্তাগণ বলেন, কেবল আইন প্রয়োগ নয় নৈতিকতা, মূল্যবোধ ও স্বচ্ছ মানসিকতা গঠনের মাধ্যমেই দুর্নীতি রোধ সম্ভব। এছাড়াও স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করা, নিয়মিত সচেতনতামূলক সভা, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা কার্যক্রম ও তরুণদের সম্পৃক্ততা বাড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মূল্যবান মতামত দিন: