যথাযথ মর্যদায় ‎মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:২৩; আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

সংগৃহিত

বর্ণাট্য আয়োজন আর যথাযথ মর্যদায় ‎রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। জেলা পুলিশ লাইন্সে একত্রিশ (৩১) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬ টা ৪২ মিনিটে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ‎জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়মেলা অনুষ্ঠিত হবে। ‎দুপুরে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনা করা হয়। ‎এছাড়া জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমি সহ নানা সংগঠনের আয়োজনে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ‎ভোর সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, ‎সকাল ৭ টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৭:৪৫ মিনিটে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮:৪৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে খেলাধুলা। সকাল ৯:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুলের আনন্দমেলা। সকাল ১০ টায় সাবাস বাংলাদেশ চত্বরে বিজয় দিবস প্যারেড। ১০ টা ১৫ মিনিটে ‎বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‍্যালি ও পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। সকাল সাড়ে ১০ টায় মিনিটে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জাদুঘর, কেন্দ্রীয় উদ্যানে বিনামুল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। কারাগার, এতিমখান ও হাসপাতালগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top