ধামইরহাটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭; আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১
নওগাঁর ধামইরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রতাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের উদ্দোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি স্বাগত মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এতে তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনঃরুদ্ধারের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন শ্লোগান তোলেন দলের নেতাকর্মীরা।
এ সময় স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: