ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটি কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৯; আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩
ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর (বুধবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
মাসিক আইনশৃঙ্খলা সভায় ধামইরহাট থানার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান। আলোচনায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। এছাড়াও সভায় সীমান্ত সুরক্ষা এবং আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিষ কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু,ধামইরহাট পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, শিমুলতলী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার তৌফিকুল ইসলাম ,ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

আপনার মূল্যবান মতামত দিন: