ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬ ১৫:৫৫; আপডেট: ৪ জানুয়ারী ২০২৬ ১১:৪৮

- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে "প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় একটি র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলমের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আত্ন–অনুসন্ধান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

দিবসটি উদযাপন উপলক্ষে সভায় সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম দিবসটির তাৎপর্য এবং সার্বিক কর্ম তৎপরতা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী,১ং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মোকসেদ আলী প্রমুখ।

সভা শেষে উপজেলা সমাজসেবা কর্তৃক প্রান্তিক সুবিধাভোগী দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top