ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬ ১৬:২৯; আপডেট: ৮ জানুয়ারী ২০২৬ ১৯:৫৮
নওগাঁর ধামইরহাট উপজেলায় ৮৫জন বীর মুক্তিযোদ্ধা এবং ৩৬জন শীতার্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী,পৌর সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: