নওগাঁ-২ আসনে সাংবাদিকদের নিয়ে সামসুজ্জোহা খানের মতবিনিময়
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬ ২০:০৫; আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ ০০:০০
নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলার দায়িত্বরত সাংবাদিকদের নিয়ে নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টায় পত্নীতলা বিএনপির দলীয় কার্যালয়ের ধামইরহাট ও পত্নীতলার সাংবাদিকদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাবেক আহবায়ক আক্কাস আলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাব পত্নীতলা প্রতিনিধি আলমগীর কবির। এ সময় দুই উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: