রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬ ১৯:৪১; আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ ২১:০০
রাজশাহীতে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্ব, নৈতিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলার লক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন হয়েছে। সেই লক্ষ্যে ২৪ ও ২৫ জানুয়ারী নগরীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আক্তার। তিনি বলেন- আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐদিন দেশের মানুষ আরেকটি ভোট প্রদান করবেন- সেটি হলো গণভোট। এই গণভোটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১১ টি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের কাছে এ সকল প্রস্তাবনার গুরুত্ব তুলে ধরে- "হ্যাঁ" এর পক্ষে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এই গণসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের (সাংবাদিক) ভূমিকা অতিব গুরুত্বপূর্ণ।
রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা হতে কর্মরত ৫০ জন সাংবাদিক নিয়ে সমাপনী দিনে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- সালাহউদ্দিন আহমাদ বাবলু নিউজ এন্ড প্ল্যানিং এডিটর- এসএ টিভি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন প্রশিক্ষণ কর্মশালায বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এর আগে গত শনিবার (২৪ জানুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পিআইবির রিসোর্স পারসন ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নানা দিকনির্দেশনা মূলক আলোচনা তুলে ধরা হয়।নির্বাচনকালীন সাংবাদিকতা একটি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব। এ সময়ে গুজব, ভুয়া তথ্য, অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এসব পরিস্থিতিতে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের আইন, আচরণবিধি ও পেশাগত নৈতিকতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে তথ্য যাচাই করে, সব পক্ষের বক্তব্যের ভারসাম্য বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। এতে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়ে, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়াও শক্তিশালী হয়।
এই কর্মশালায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনী আইন ও আচরণবিধি, মাঠপর্যায়ে রিপোর্টিংয়ের ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল সাংবাদিকতা, ভুয়া খবর শনাক্তকরণ ও প্রতিরোধ কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনকালীন সময়ে উদ্ভূত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে হবে এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করবে হবে।

আপনার মূল্যবান মতামত দিন: