সেন্টমার্টিনে বিদেশি মদসহ মিয়ানমারের ৫ নাগরিক আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৪:০৫
কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে বিদেশি মদসহ মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে সেন্টমার্টিন এলাকায় সমুদ্রে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আরিফুল জামান।
আটক ব্যক্তিরা হলো– মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা সাদেক, আইয়ুব, ইউনুছ, কবির ও সাদেক।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরিফুল জামান জানান, মিয়ানমার থেকে কয়েকজন মাদককারবারিকে নৌকাযোগে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ২শ’ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় নৌকাসহ ওই পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন
বিষয়: মিয়ানমারের নাগরিক আটক বিদেশি মদ
আপনার মূল্যবান মতামত দিন: