গত ২৪ ঘন্টায় রামেকে আরো ১৮ জনের প্রাণ গেল করোনায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১ ১৫:০২; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৫:১১

ফাইল ছবি

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৪ জন। বয়সের দিক থেকে ১২ জনের বয়স ৫০ উর্দ্ধো। গতকালের তুলনায় মৃত্যুর হার রাজশাহীতে কিছুটা কমেছে। করোনা ইউনিটে যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে ৬জন করোনা পজেটিভ ও বাকিরা লক্ষণ নিয়ে ভর্তি ছিলেন। রাজশাহীরে ৬জন নাটোর ৩জন পাবনা ৭জন কুষ্টিয়া ও মেহেরপুরের ১জন করে মৃত্যু বরণ করেন।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় এ হাসপাতালের করোনা ইউনিটে এই ১৮ জনের মৃত্যু হয়। এর আগের দিনও করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর দেয়া এক তথ্যে এসব মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

 

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top