রাজশাহীতে কমেছে করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ১৫:৩১; আপডেট: ৪ আগস্ট ২০২১ ২১:২৩

ফাইল ছবি

রাজশাহীতে করোনায় কিছুটা মৃত্যু কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। মৃতদের মধ্যে পুরুষ ৬ ও মহিলা ৮জন। বয়সের দিক থেকে ৩১-৪১ বছর ৩জন ৪১- ৫০ ২জন, ৫১-৬০ ১জন এবং ৬১ বয়সের উর্দ্ধে ৭জন।


করোনা পজেটিভ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের বাকিরা লক্ষণ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন নাটোর ৪ জন নওগাঁ ৩জন ও নবাবগঞ্জ, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার ১জন করে।
পিসিঅর টেস্টে করোনা সংক্রমনের হার রাজশাহী ২৪.৯৩ শতাংশ ও চাঁপাই নবাবগঞ্জ ২২.৮৩ শতাংশ।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজের করোনা ইউনিটে রোগি ভর্তি হয়েছে ৪৮জন মোট ভর্তি রয়েছেন ৪০২জন। এদর মধ্যে লক্ষণ নিয়ে ভর্তি ১৩৫ জন ও পজেটিভ রয়েছেন ১৮৮ জন।


গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কতৃপক্ষ। এর অগের ২৪ ঘন্টয় ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। গতদিনের তুলনায় মৃত্যুহার কমেছে রাজশাহীতে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top