নাটোরে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিযান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ আগস্ট ২০২১ ০৩:১৫; আপডেট: ৫ আগস্ট ২০২১ ০৩:২৪

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে র‌্যাবের অভিযানে ১২০০ কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি চিনি, ৪৭ কেজি আটা ও ৩ কেজি কাপড়ে ব্যবহৃত ও মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্প এই অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধীনস্থ সিপিসি-২, নাটোর কোম্পানি ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে উক্ত ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

পরে ভারপ্রাপ্ত লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র: ইত্তেফাক/এএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top