রামেকে করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১ ১৪:৪৩; আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১৮:৪২

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (Rajshahi Medical College Hospital) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে । শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের এ মৃত্যু হয়। মারা যাওয়া ২ জনেই নারী। গত ২৪ ঘন্টায় রামেকে মৃতের সংখ্যা ছিলো ৩জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া জনের মধ্যে কুস্টিয়ার ১জন, ও চুয়াডাঙ্গার ১জন রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৮ জন। বর্তমানে রামেক হাসপাতালে ১৫২টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫৪ জন। হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়া পেয়েছেন ১২জন। করোনা ইউনিটে ভর্তি রোগীর মধ্যে করোনা পজেটিভ ৮জন নেগেটিভ ১২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন।
গতকাল করোনা পরীক্ষায় দেখা গেছে সংক্রমনের হার জয়পুরহাটে ০২.৭৮%, এবং চুয়াডাঙ্গায় ২০.০০% পজেটিভ।

এম এস ইসলাম

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top