কুমিল্লায় দুর্বৃত্তদের হামলায় কাউন্সিলরসহ নিহত ২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ০৮:০২; আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৯:৪৪

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলকে নগরের পাথরিয়াপাড়ার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এসময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলসহ নিহত হন দুইজন। এ ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার বিকেলে নগরীর সুজানগরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিজ অফিসে কাজ করছিলেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল। এসময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহলে, বাদল, হরিপদ, অ্যাডভোকেট সোহল, জুয়েল, রিজু, রাসেল গুলিবিদ্ধ হন।

আহত ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গুলিবিদ্ধ বাকি ২ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ জানিয়েছেন, এলাকার শাহ আলম ও সুমন গ্রুপের সঙ্গে বিরোধ ছিল কাউন্সিলর সোহেলের। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top