১৭ অক্টোবর নওগাঁ-৬ আসনের ভোট

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৪; আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৫

 নওগাঁ-৬ ও ঢাকা-৫ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোট হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর (রোববার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ সেপ্টেম্বর (রোববার)।

প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর (সোমবার)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

নওগাঁ রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে এবং সহকারী রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে। সে অনুযায়ী ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে এ আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

আবু সুফিয়ান/ 4



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top