কলেজে ভর্তির টাকা না পেয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২ ১০:০৪; আপডেট: ১৯ মে ২০২৪ ০১:৫০

ফাইল ছবি

রাজশাহীতে কলেজে ভর্তির টাকা না পেয়ে মেধাবী এক ছাত্রীর আত্মহত্যা করেছে। ভর্তির টাকা না পেয়ে বাবা-মা’র ওপর অভিমান করে আত্মহত্যা করে কুলসুম নামের এক ছাত্রী। কুলসুম পৌর এলাকার দেবীপুর খুলুপাড়া গ্রামের দিন মজুর রোহাব মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, কুলসুমের পরিবারে নিজের মা ছাড়াও সৎ মা আছে। সে পড়ালেখায় খুবই মনোযোগী ছিল। তবে সুযোগ সুবিধা তেমন পেত না। এবারের এসএসসি পরীক্ষায় সে ৪ দশমিক ৮৩ পেয়েছে কুলসুম। পরীক্ষায় পাশ করার পর কুলসুমের ইচ্ছা ছিলো সহপাঠিদের সঙ্গে কলেজে ভর্তি হবে।

রোববার সহপাঠিদের সঙ্গে কলেজ ভর্তি হবার কথা ছিল। শনিবার বিকেলে কূলসুম তার বাবা-মা’র কাছে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা চায়। কিন্তু অভাবের সংসারে কুলসুমের কলেজে ভর্তি হবার মত টাকা ছিল না পরিবারের কাছে। তাই টাকা দিতে পারবেনা বলে জানায় কুলসুমের বাবা-মা। বাবা-মায়ের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিল না কুলসুম। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top