ভ্যাকসিন প্রাপ্তির জন্য সবদেশের সাথেই চেষ্টা চালাচ্ছে সরকার

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:২৬; আপডেট: ১২ মে ২০২৪ ১৭:৪৫

ফাইল ছবি

যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকেই আমরা নিবো এবং মানুষকে করোনামুক্ত করবো। ভ্যাকসিন প্রাপ্তির জন্য সবদেশের সাথেই চেষ্টা চালাচ্ছে সরকারবৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা যেখানে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায়, সেখান থেকেই ভ্যাকসিন আনব। মানুষকে করোনামুক্ত করব। এ সময় সংসদ নেতা করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবেলায় আমাদের পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবেলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।

আবু সুফিয়ান



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top