বাঘায় পেঁয়াজের বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৬:৩৪; আপডেট: ১২ এপ্রিল ২০২২ ০৬:৩৪

রাজশাহীর বাঘায় আবহাওয়া অনুকূলে থাকায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে-

রাজশাহীর বাঘা উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষক- কৃষানিরা পেয়াঁজ জমি থেকে তুলতে ও কাটা বাছাইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যা চোখে পড়ার মত। রান্না-বান্নার ক্ষেত্রে মসলা হিসেবে পেঁয়াজ অন্যতম। পেঁয়াজ চাষে ব্যপক খরচ হয়।

শ্রমিক, সার,কীটানশক, ৭-৮ বার সেচ দিতে হয়। পদ্মার চরাঞ্চল সহ বাঘার সব এলাকাতেই চারা পেঁয়াজের ব্যাম্পার ফলন হচ্ছে। পেঁয়াজ চাষী আকছেদ মোল্লা, টিটন বলেন বর্তমানে পেঁয়াজ ছয়শত টাকা মণ দরে বিক্রয় হচ্ছে। সেজন্য আমাদের পেঁয়াজ চাষে চরম লোকশান হচ্ছে। পেঁয়াজের বাজার এই রকম থাকলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। গত ২ বছর আগে অস্বাভাবিক ভাবে ২’শ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রয় হয়েছে। আমাদের এত দরকার নেই যাতে কৃষক বাচানোর জন্য একটি স্বভাবিক দাম পায়। জনগোণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। কৃষক বাঁচাও দেশ বাঁচাও।

অন্যান্য কৃষক আব্দুল্লাহ মুহিম, লালচাঁদ, পিন্টু, মিলন, নাহিদ বলেন পেঁয়াজ বিক্রয় করে খরচ মিলছে না। ও একই কথা বলেন। পেঁয়াজ ঔষুধী হিসেবে ও ব্যবহার করা হয় এবং বিভিন্ন প্রকার রুচি স্বাস্থ্য সম্মত উপায়ে খাবার তৈরি হয়ে থাকে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top