আইএমএফ ফর্মুলায় রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩ ০০:৪২; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৬:১৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফর্মুলা অনুযায়ী, গতকাল (বুধবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার আইএমএফের ফর্মুলা মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে গতকাল বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।

গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তবে জুনে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top