নতুন করে বাড়ি-গাড়ি কিনতে পারবেন না ঋণখেলাপিরা
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৮:১৮
-2024-02-04-18-52-20.jpg)
নিয়মিত ঋণ পরিশোধ না করলে তাকে ইচ্ছা খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। এসব ঋণখেলাপিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। তারা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না তারা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভা শেষে এসব তথ্য জানান ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।
বিষয়: বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি
আপনার মূল্যবান মতামত দিন: