রমজানের আগে ফের বাড়ল এলপি গ্যাসের দাম
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩ মার্চ ২০২৪ ১৯:৩৭; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০২:৩৯
-2024-03-03-19-37-12.jpg)
রমজানে পণ্যের দাম স্বাভাবিক রাখাসহ বিভিন্ন পন্থায় কাজ করেছে সরকার। ঠিক সেগদ মুহূর্তে বাড়ানো হল ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। নতুন দাম অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩ মার্চ ) দুপুর তিনটায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্য থেকে কার্যকর হবে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৬ পয়সা।
বিষয়: দাম বৃদ্ধি এলপি গ্যাস
আপনার মূল্যবান মতামত দিন: