সরকারী চাকরিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে ফের মানববন্ধন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০২:১০; আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ০২:৩৯

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহাল ও পূর্ণবাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী কোটা রক্ষা কমিটি।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় ঢাকা - রাজশাহী মহাসড়ক সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে আদিবাসী কোটা রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ধনেশ টুডুর সঞ্চালনায় আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি ( আসারু) এর সভাপতি সিলভেস্টার রুবেল মুর্মু বলেন," আমরা সব সময় শুনে থাকি অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়। তাই যদি হয় আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার কারণও কি তাই ? যখন আমরা স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেখানে সহজ সরল ও পিছিয়ে পড়া আদিবাসীদের কেন সংগ্রাম করে অধিকার আদায় করতে হবে? "

আদিবাসী কোটা রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আগষ্টিন মূর্মু বহির্বিশ্বের দেশগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে আদিবাসী কোটা ব্যবস্থা তুলে ধরেন এবং তিনি দাবি করেন - বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদিবাসী কোটা একটি সাংবিধানিক ন্যায্য অধিকার।

তিনি আরও বলেন, "আদিবাসী কোটা বাতিলের পর প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিলেও দীর্ঘ চার বছর পরও তা বাস্তবায়ন করা হয়নি।"

এসময় অন্যান্য বক্তারা বলেন,"আদিবাসীরা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। আদিবাসী কোটা বাতিলের মতো সময় এখনও আসেনি। আদিবাসীদের জন্য যে ৫% কোটা ব্যবস্থা চালু ছিল সেখানে দেখা যায় এই ৫% কোটা কখনোই পূরণ হয়নি। এখনো আদিবাসী জনগোষ্ঠীরা দারিদ্রতার কারণে আর্থ- সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে। "

মানববন্ধনে আদিবাসী স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু), সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন (সাসু) ও রাজশাহী কলেজস্ স্টুডেন্টস এসোসিয়েশন (রাসা), রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ সহ আরও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top