পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ দেবে ৪০ জন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২২ ০৪:৪২; আপডেট: ১৮ মে ২০২৪ ১৭:৩৯

২৩ টি পদে মোট ৪০ জন নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)। বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটিতে চকরির জন্য আবেদন করতে হবে অনলাইনে ১২ মে থেকে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে।

কোন পদে কত জন :
সহকারী গ্রন্থাগারিক পদে ১ জন, জুনিয়র আর্টিস্ট-১, সহকারী শিক্ষক-৩, মেকানিক-১, বিদ্যুৎ কারিগর-২, ক্যাটালগর-১, তথ্য সংগ্রহকারী-১, নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর/ডাটা এন্ট্রি অপারেটর-১, বিক্রেতা-১, মিটার রিডার-১, ড্রাইভার-১, পাম্প ড্রাইভার-১, সহকারী পরিদর্শিকা-১, স্কিলড মেইনটেনেন্স ওয়ার্কার-২, নিটিং মাস্টার-১, ড্রাইভার-১, বাইন্ডার-১, প্লাম্বিং সহকারী-১, সহকারী কাঠমিস্ত্রি-১, অফিস সহায়ক-২, বাগানমালি-২, পরিচ্ছন্নতা কর্মী-৪ ও নিরাপত্তা প্রহরী পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন যেভাবে : আবেদন করা যাবে http://bard.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে এসএমএস পাঠিয়ে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top