পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া যুবক আটক
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০৬:৫৫; আপডেট: ২২ আগস্ট ২০২৫ ০০:২৩

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও তৈরি করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহা (৩০) নামের ওই যুবককে আটক করা হয়।
সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বায়েজীদের বাড়ি পটুয়াখালী। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। পরদিন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর এক ফাঁকে ওই ভিডিওটি করেন বায়েজিদ।
আপনার মূল্যবান মতামত দিন: