জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাঁচ মামলা বাতিল

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ০৬:৩৮; আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:৩৭

ছবি : সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের পাঁচটি মামলা বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে চিকিৎসা ভাতা হিসেবে নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

চিকিৎসা, সরকারি বাস ভবনের আসবাব কেনায় দুর্নীতির অভিযোগ তুলে ২০১০ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা পাঁটি করেছিলেন দুদককের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ-সহকারী পরিচালক এসএম খবীরউদ্দিন।

তদন্ত শেষে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করা হলে অভিযোগ আমলে নেন সংশ্লিষ্ট আদালত।
এ অবস্থায় পাঁচ মামলা বাতিল চেয়ে জমির উদ্দিন সরকার হাইকোর্টে আবেদন করেন। সে সব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। কিন্তু রুল শুনানি শেষে ২০১৬ সালের ১৯ মে হাইকোর্ট বিভক্ত আদেশ দেন। পরবর্তীতে তিন বিচারকের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। পরে এ খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জমির উদ্দিন সসরকার। এই আবেদনেই

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top