ডলারের দাম আরও বাজারমুখী করল বাংলাদেশ ব্যাংক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬ ২২:৩৯; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ০০:২৮

ছবি: সংগৃহীত

দেশে সদ্য সমাপ্ত ২০২৫ সালে প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর প্রবাসীরা প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এর আগের বছর ২০২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২৬ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১৮ শতাংশ।

এছাড়া গত বছরের শেষ মাস ডিসেম্বরেও রেমিট্যান্স প্রবাহ বেশি শক্তিশালী অবস্থায় ছিল। ওই মাসে প্রবাসীরা দেশে ৩২৩ কোটি ডলার পাঠিয়েছেন। একক মাস হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

ডিসেম্বর মাসের রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৪ কোটি ডলার। এক বছর পর সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩২৩ কোটি ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডিসেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে ৫৯ কোটি ডলার বা প্রায় ২২ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রধান অবদান রাখে রেমিট্যান্স, রপ্তানি আয় এবং বিদেশি ঋণ। তবে এর মধ্যে প্রবাসী আয় সবচেয়ে নির্ভরযোগ্য, কারণ এটি সরাসরি ডলার আনে, কোনো খরচ বা ঋণ পরিশোধের দায়িত্ব ছাড়াই।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত উদ্যোগ, প্রবাসী আয়ে প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং চ্যানেলের সেবা সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হয়েছে এবং দেশের রিজার্ভ পরিস্থিতিতেও কিছুটা স্বস্তি ফিরেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top