সাঁথিয়ায় বন্দুক যুদ্ধে ১ জন নিহত
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২২ জুন ২০২০ ০৬:৫২; আপডেট: ২৩ জুন ২০২০ ০৪:৫৫
 
                                পাবনার জেলার সাঁথিয়ায় বন্দুক যুদ্ধে আব্দুস সোবাহান নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার করমজা সরদার পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশের দাবী নিহত সোবাহান ১১ টি মামলার পলাতক আসামী ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে সাঁথিয়া থানা পুলিশ মাদক কেনা বেচার সংবাদ পেয়ে উপজেলার করমজা কবরস্থানের পাশে ঈদগাহ্ মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ অবস্থায় আব্দুস সোবাহানের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ গ্রাম হেরোইন একটি শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়।

 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: