সুপ্রিম কোর্টে পুলিশের হামলায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রতিবাদ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩ ০২:৪৬; আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১২:৩০

ছবি: ফাইল

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ রাজশাহী শাখা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষদ রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট মো.আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার রাষ্ট্রের সমস্ত কিছুকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। দেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। নিপীড়িত, নির্যাতিত মানুষের আশ্রয়স্থল বলে বিবেচিত বিচারালয়ও তাই আজ নিরাপদ নয়। দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর অতর্কিতভাবে পুলিশের এ ধরণের বর্বরোচিত হামলা, পুলিশকে পেটোয়া দলীয় বাহিনীতে পরিণত করার নিকৃষ্ট উদাহরণ। বিবৃতিতে পেশাজীবী নেতৃবৃন্দ এ হামলার সাথে সংশ্লিষ্ট দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

বিবৃতিতে আরও সম্মতি দিয়েছেন পেশাজীবী পরিষদ, রাজশাহীর সহ-সভাপতি ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক, প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না ও সাংবাদিক মো: আব্দুস সবুর। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নূর-এ কামরুজ্জামান ইরান, কোষাধ্যক্ষ প্রকৌশলী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ড. সাদিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল মাহবুব, সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান আলী ফাহিম, সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আলী, সহ সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট নুসরাত মেহেজেবীন সুমি, দফতর সম্পাদক মুহিব্বুল আরেফিন ও সহ-দফতর সম্পাদক সাংবাদিক মঈন উদ্দিন। নির্বাহী সদস্য ইবির সাবেক ভিসি প্রফেসর এম রফিকুল ইসলাম, প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, ডা. মো: মোফাখখারুল ইসলাম, রেজাউল করিম রাজু, প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম ফারুকী, অ্যাডভোকেট জমসেদ আলী, অধ্যক্ষ সালমা শাহাদাত, সাংবাদিক মোহাম্মদ আব্দুল আউয়াল, অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী, প্রফেসর ড. দিল আরা হোসেন, প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম, ডা. মো: শামীম হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ মো: মকবুল হোসেন ও প্রফেসর ড. মো: আব্দুল আলিম প্রমূখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top