বাঘায় ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক

নিজস্ব প্রতিবেদক, বাঘা | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩ ০৩:৩১; আপডেট: ৩ মে ২০২৪ ১৩:০১

সংগ্রহীত

গভীর রাতে রাস্তায় চলমান একটি প্রাইভেটকার। পেছনে পুলিশের মোবাইলটিমের টহল গাড়ি। এরপর সামনের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁরা পেছন থেকে ধাওয়া করে ঐ গাড়িকে। সংকেত দেন থামানোর জন্য। অত:পর গাড়ি ফেলে পালিয়ে যাই মাদক ব্যবসায়ীরা। আর সেই গাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রায় দেড় শতাধিক ফেন্সিডিল। রবি রাত ৩ টায় উপজেলার বাজুবাঘা নতুন পাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে ।

স্থানীয় এক যুবক জানান, তিনি ঐ সময় সেহেরী খাওয়ার তাগিত দিতে মসজিদে মাইকিং করতে আসছিলেন। এ সময় তার সামনে পুলিশ রাস্তায় একটি পুরাতন ফাঁকা প্রাইভেটকার জব্দ করে। জব্দকৃত গাড়িতে পাওয়া যাই প্রায় দেড় শতাধিক ফেন্সিডিল। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০ । তবে বাঘা থানা পুলিশ দাবি করেছেন ৭৭ বোতল ফেন্সিডির উদ্ধার করেছেন তারা। এ বিষয়ে বাঘা থানা উপ-পরিদর্শক (এস.আই) নুরুল আফসার জানান, রাত্রী কালিন টহল পুলিশ(মোবাইল টিমের)দায়িত্বে যারা ছিলেন, তাঁরা ৭৭ বোতলের মামলা দিয়েছে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top