গুগল ম্যাপের ভুলে ভাঙা সেতু থেকে পড়ে মৃত্যু

রাজ টাইমস | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৬; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩

ছবি: সংগৃহীত

এক মার্কিন নাগরিকের পরিবার গুগলের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, গুগল ম্যাপের ভুলের কারণেই ভাঙা সেতু দিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।

ফিলিপ প্যাক্সসনের পরিবারের দাবি, ম্যাপ হালনাগাদে গুগল অবহেলা করেছে। নয় বছর আগে ওই সেতুটি ভেঙে যায়। গুগল ম্যাপে সেই তথ্য হালনাগাদ করা হয়নি।

প্যাক্সসন ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নর্থ ক্যারোলিনার হিককোরির ওই ভাঙা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

গুগলের এক মুখপাত্র বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই সন্তানের বাবা প্যাক্সন তার মেয়ের নবম জন্মদিনে গাড়ি চালিয়ে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। এসময় গুগল ম্যাপের সহায়তায় একটি অপরিচিত রাস্তা ধরে গাড়ি চালাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। রাস্তা অন্ধকার থাকার কারণে প্রথমে তিনি ভাঙা সেতুটিকে ঠিকঠাক দেখতে পারেননি।

ওই মামলার এজাহারে আরো দাবি করা হয়, স্থানীয়রা বারবার গুগলের সাথে যোগাযোগ করেও তাদের তথ্য হালনাগাদ করাতে পারেনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top