বাগমারার দীপক হত্যা মামলার সব আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০ ২২:১৪; আপডেট: ৫ মে ২০২৪ ২১:০৩

 

রাজশাহী বাগমারা উপজেলার দিপঙ্কর সাহা হত্যা মামলায় ১৭ জন কে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতের বিচারক বেগম ইসমত আরা এ রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ২৯ এপ্রিল তৎকালীন জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে হামিরকুৎসা ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর করে নির্মম ভাবে হত্যা করা হয় দিপঙ্কর সাহাকে। এ ঘটনায় ওইদিন দিপঙ্কজরের বাবা বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পরিচালিত এ মামলায় সাক্ষীরা আসামী সনাক্ত করতে না পারায় তাদের বেকুসুর খালাশ দেন আদালত। এ মামলায় সাক্ষী দিয়েছেন মোট ৩৭ জন। আসামীদের মধ্যে ইতিমধ্যেই জেএমবি প্রধান বাংলাভাইয়ের মৃত্যুদন্ড কার্যকর করায় আসামী ছিলো ১৭ জন।

কাফি/০১



বিষয়: বাগমারা


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top