সাবেক বিচারপতি মানিক কারাগারে, কোর্টের সামনে ডিম-জুতা নিক্ষেপ
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪ ১৯:৩৬; আপডেট: ৩ জানুয়ারী ২০২৬ ০০:০৮
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠান হয়েছে। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় এ নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৪ আগস্ট) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালত এ নির্দেশ দেন।
এর আগে বিকাল ৪টার ১০ মিনিটে তাকে আদালতে তোলা হয়।
সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যান পুলিশ সদস্যরা।
এর আগে শুক্রবার (২৩) আগস্ট রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আপনার মূল্যবান মতামত দিন: