জন্মদিনে মদ্যপান: দু’কলেজ ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০ ০৩:৫৫; আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৭

পাবনায় জন্মদিনের উৎসবে ‘বিষাক্ত মদ’ পানে দুই কলেজছাত্র মারা গেছেন। এরা হলেন- সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০)। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম গণমাধ্যমে জাননা, শুক্রবার নিহত আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসি বলেন, ‘জন্মদিনের কেককাটা ও খাওয়া-দাওয়ার উৎসব শেষে রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ অন্য রুমে গিয়ে মদ পান করেন। অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন বুঝতে পেরে তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে দুজনই মারা যান।’
আন্দালীব/28
আপনার মূল্যবান মতামত দিন: