দিনে রাজমিস্ত্রি, রাতে ডাকাতি
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫১; আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫

জয়পুরহাট জেলার আক্কেলপুরে ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেলসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে পাবনার সদর উপজেলার দুটি পৃথক গ্রামসহ জয়পুরহাটের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিবসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য ডাকাতরা হলেন- বুলবুল, সুরুজ হোসেন, শাহীন, ফিরোজ, খোকন ও সোহেল। তাদের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
তারা দিনের বেলা রাজমিস্ত্রির কাজ করলেও রাতে সুযোগ পেলেই বিভিন্ন বাসা-বাড়ি ও সড়কে ডাকাতি করে বলে রবিবার দুপুরে জেলা পুলিশ অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির।
গ্রেপ্তার হওয়া ডাকাত শাহীনের দেয়া তথ্যানুযায়ী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ডাকাত দলের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় আক্কেলপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আন্দালীব/31
আপনার মূল্যবান মতামত দিন: