রেলের টিটিইকে বরখাস্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সাবেক আইনমন্ত্রীর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২২ ০১:১৯; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০৪:৩৯

ছবি: সংগৃহীত

বিনা টিকিটে ভ্রমণ করা তিন যাত্রীকে জরিমানার পর এক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক—টিটিইকে বরখাস্ত করার আদেশ যথাযথ হয়েছে কি না খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এই আইনবিদ বলছেন, বরখাস্ত ওই রেলকর্মী নিয়মতান্ত্রিকভাবে জরিমানা করে থাকেন আর সেকারণেই বরখাস্ত হন, তবে এটি সাধারণ মানুষ খারাপভাবেই নেবে।

গত বৃহস্পতিবার রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে তিন যাত্রীর কাছ থেকে নিয়মানুযায়ী জরিমানাসহ ভাড়া আদায় করেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

ঘটনার কয়েক ঘন্টা পরই ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়। শুক্রবার সেই আদেশ কার্যকর হয়।

বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীকে জরিমানা করে কোনো টিটিইর বরখাস্ত হওয়ার ঘটনা বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে নজিরবিহীন বলে ভাষ্য রেলওয়ে সংশ্লিষ্টদের। অবশ্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলছেন, ‘যাত্রীদের সঙ্গে অসাদাচরণের দায়ে তাকে (টিটিই) বরখাস্ত করা হয়েছে।’

যাত্রীর সঙ্গে কী ধরনের অসাদাচরণ হয়েছে বা অভিযোগকারী যাত্রীদের তরফ থেকে কোন ধরণের অভিযোগ পাওয়া গেছে সেবিষয়ে জানতে চাইলে প্রশ্নটি এড়িয়ে যান রেলওয়ে মহাপরিচালক।

তবে টিটিইকে বরখাস্তের বিষয়টি নিয়মতান্ত্রিক বা প্রচলিত আইন অনুসারে অর্থাৎ প্রক্রিয়াটি যথাযথ হয়েছে কি না তা দেখা প্রয়োজন বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ।

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘যদি প্রচলিত আইন অনুসারে সেটি না হয়ে থাকে সাধারণ মানুষ এটি খারাপভাবে নেবেই। এছাড়া সরকারি চাকরিজীবীদের মধ্যেও এর একটা প্রভাব পড়বে।’

রেলওয়ের সাবেক এক অতিরিক্ত মহাপরিচালক নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রেলওয়ের বরখাস্ত ওই কর্মী কী অপরাধ করেছেন আর করে থাকলে সেই অভিযোগের তদন্ত হয়েছে কি না সে বিষয়টি রেল কর্তৃপক্ষকে পরিষ্কার করা উচিত।’

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে রেলের ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেছে আমি আমার সার্ভিস লাইফে ‍শুনিনি। একজন রেলকর্মী যাত্রীর টিকিট চেক করবেন তা না পেলে জরিমানা করবেন, এটাইতো স্বাভাবিক। কিন্তু জরিমানা করে রেলকর্মী সাময়িক বরখাস্ত হলেন, প্রক্রিয়াটা এত দ্রুত হলো, স্বাভাবিভাবেই সাধারণ মানুষের মনে এটা নিয়ে প্রশ্ন উঠবে।’

ঘটনার বিষয়ে টিটিই শফিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে অল্পবয়সী তিন ট্রেনযাত্রী রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে ওঠেন। মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ায় আমি এসিও স্যারের পরামর্শে এসির টিকিট না কেটে সুলভ শ্রেণির নন এসি কোচে সাধারণ আসনের টিকিট বানিয়ে দেই।’

ওই যাত্রীদের সঙ্গে কোনোরকম অসদাচরণ করেননি দাবি করে শফিকুল ইসলাম বলেন, ‘বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে জানতে পারি। বরখাস্তের বিষয়টি জানার পর পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। এ কারণে শুক্রবার থেকে ডিউটিতে যায়নি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘রেলওয়ের ওই কর্মী (বরখাস্ত টিটিই) যদি মনে করেন তার প্রতি অন্যায় করা হয়েছে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top