রাজশাহীতে ক্ষুদে লেখকের 'ইকুয়েশন অব লাইফ' গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০১:০১; আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ০১:১০

ছবি: সংগৃহীত


রাজশাহীতে নাজমুশ শাবাবের নামে এক ক্ষুদে লেখকের ‘ইকুয়েশন অব লাইফ’ নামে একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। সে নবম শ্রেণিতে অধ্যায়ন করছেন । বর্তমান সময়ে তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং বিভিন্ন ধরণের গবেষণা ও করছেন।

গতকাল বৃহস্পতিবারে পরিচয় সংস্কৃতি সংসদের এক অনুষ্ঠানে বইটি মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে পরিচয় সংস্কৃতি সংসদের কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপত্বিতে ইকুয়েশন অব লাইফ গ্রন্থ নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পরিচয়ের সাধারণ সম্পাদক কবি ও কথসাহিত্যিক আসদুল্লাহ মামুন, কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল. কবি ও গবেষক ড. মুর্শিদা খানম এবং কবি সুমাইয়া জামান, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সরদার মুক্তার আলী, কবি শেখ তৈমুর আলম, গবেষক হাসান রাশেদ এবং গ্রন্থের লেখক নাজমুশ শাবাব প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top