রাবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:০২; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লেখকদের সমন্বয়ে গতকাল অনুষ্ঠিত হলো শব্দকলা নিয়মিত সাহিত্য আড্ডা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ২২৩ নাম্বার কক্ষে আসরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন শব্দকলা।

শব্দকলা সম্পাদক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ'র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের কবি ও সংগঠক মুকুল চক্রবর্তী, কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়, রাজশাহীর বানেশ্বর অনির্বাণ সাহিত্য পরিষদের সভাপতি ও অনির্বাণ পত্রিকার সম্পাদক কবি জামাল দীন সুমন, পাবনা উত্তরণ সাহিত্য আসরের সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, প্রজন্ম একাত্তর সম্পাদক কবি অনিক ইসলাম, বেনেবউ পত্রিকার সম্পাদক কবি বান্দা হাফিজ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, সাহিত্য হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। বাংলাদেশ-ভারত আলাদা রাষ্ট্র হলেও ভাষাগত কারণে পশ্চিমবঙ্গের সাথে আমাদের আত্মিক সম্পর্ক বিদ্যমান। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে দুই দেশের বাংলাভাষী লেখকদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ স্বরচিত কবিতা পাঠ করেন কবি রাফিদ আহমেদ, নীলিমা নীল, শ্রাবন্তী মায়া, সুপ্ত প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top